অফিস প্রোগ্রাম

কোর্সটি করে যা যা শিখতে পারবেনঃ
✌ একটি অফিসে কম্পিউটার সম্পর্কিত যা যা জানা প্রয়োজন পরিপূর্ণভাবে সবটুকু যেমন-
☑️ অফিসের যে কোন ডকুমেন্ট, বিল, কোটেশন, ইনভয়েজ তৈরী করা।
☑️ এক্সেলের মাধ্যমে স্যালারী সীট তৈরী করা।
☑️ এক্সেলের মাধ্যমে প্রতিষ্ঠানের আয়-ব্যায়ের হিসাব নিকাশ রাখা, ব্যালেন্স সীট তৈরী করা।
☑️ প্রোফেশন্যালভাবে অফিসিয়াল মেইল করা।
☑️ অনলাইনে যে কোন আবেদন করা, ডকুমেন্ট সাবমিট করা।
☑️ যে কোন ছবি এডিট করা, সাইজ করা ☑️ স্ক্যানিং করা।
☑️ অফিসিয়াল প্রেজেন্টটেশন তৈরী করা।
☑️ কম্পিটারের যে কোন সফ্টওয়ার ইন্সটলেশন, ইউন্ডোজ দেওয়া।

সিলেবাসঃ
☑️ওয়ার্ড ☑️এক্সেল ☑️পাওয়ার পয়েন্ট ☑️এক্সেস
☑️ইন্টারনেট ব্রাউজিং ও প্রফেশন্যাল ইমেইলিং
☑️বিভিন্ন প্রয়োজনীয় সফ্টওয়ার ইন্সটলেশন, ইউন্ডোজ দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *