বেসিক কম্পিউটার টিউটোরিয়াল পার্ট -১

কম্পিউটার  কীঃ কম্পিউটার হচ্ছে আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিস্কার । কম্পিউটার একটি ইলেকট্রনিক মেশিন যা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, ডাটা সঞ্চয় করতে এবং তথ্য উদ্ধার করতে পারে এবং মানুষের তুলনায় দ্রুত এবং দক্ষতার সাথে গণনা করতে পারে।

কম্পিউটার কত প্রকার ও কী কী?

  1. সুপার কম্পিউটার
  2. মেইনফ্রেম কম্পিউটার
  3. মিনি কম্পিউটার
  4. মাইক্রো কম্পিউটার

সুপার কম্পিউটার কীঃ সুপার কম্পিউটার হচ্ছে আকৃতি গত দিক থেকে সর্ববৃহৎ এই কম্পিউটার এর তথ্য প্রক্রিয়াকরণ ও তথ্য সংরক্ষণ ক্ষমতা আত্যন্ত শক্তিশালী ও দ্রত গতি সম্পন্ন ।

মেইনফ্রেম কম্পিউটারঃ মেইনফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটার এর চেয়ে ছোট কিন্তু অন্যান্য কম্পিউটার এর চেয়ে বড় এ ধরনের কম্পিউটার একই সঙ্গে অনেকগুলি গ্রহন ও নির্গমন এর কাজ করতে পারে ।

মিনি কম্পিউটারঃ মাঝারি ধরেনের এ কম্পিউটার কে মিনি কম্পিউটার বলা হয় । এটি সাধারণত টেবিলের উপর বসানো সম্ভব। টার্মিনাল এর মাধ্যমে অনেকে কাজ করতে পারে ।

মাইক্রো কম্পিউটারঃ বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় এ ধরেনর কম্পিউটার গুলি আকৃতি গত দিক থেকে ছোট এবং দামে সন্তা । বর্তমানে মাইক্রো কম্পিউটার এর চাহিদা দিন দিন বেড়ে চলছে।

মাইক্রো কম্পিউটার দুই প্রকারঃ

  1.  ডেস্কটপ কম্পিউটার
  2.  ল্যাপটপ কম্পিউটার

ডেস্কটপ কম্পিউটারঃ একটি ডেস্ক এর উপর রেখে সহজে ব্যবহার করা যায় বলে একে ডেক্সটপ কম্পিউটার বলে। বর্তমানে এর চাহিদা দিন দিন বেড়ে চলছে।

ল্যাপটপ কম্পিউটারঃ ডেক্সটপ কম্পিউটার এর অপেক্ষাকৃত ছোট কম্পিউটার কে ল্যপটপ কম্পিউটার বলে । এগুলি দেখতে ছোট বলে সহজে বহন করা যায় ।

কম্পিউটার প্রধানত চার ধরেনের কাজ করে থাকে ইহা হলঃ

১। ইহা ইনপুট ডিভাইস দ্বারা তখ্য / নির্দেশ গ্রহন করে থাকে ।

২। নির্দেশনার মাধ্যমে ডাটা বা তখ্য প্রসেস করে থাকে ।

৩। ফলাফল অউটপুট ডিভাইস এ প্রেরন করে থাকে ।

৪। প্রয়োজন আনুযায়ী ডাটা বা তথ্য মেমোরি তে সংরক্ষণ করে থাকে ।

কম্পিউটার ব্যাবহার এর ক্ষেত্র নিম্নে দেওয়া হলঃ-

  1. অফিস ব্যবস্থাপনা
  2. শিল্প ক্ষেত্রে
  3. মুদ্রন শিল্পে
  4. যোগাযোগ ব্যবস্থায়
  5. চিকিৎসা ক্ষেত্রে
  6. গবেষণায়
  7. ব্যাংকিং ক্ষেত্রে
  8. আদালতে
  9. সামরিক ক্ষেত্রে
  10. অর্থ বাজারে
  11. বিলিং সিস্টেম এ
  12. কৃষি ক্ষেত্রে
  13. বিনোদনে
  14. তথ্য পরিসংখ্যানে
  15. ডিজাইনে
  16. আবহাওয়ার পূর্বাভাষে

এক কথায় সর্বত্র কম্পিউটার ব্যবহার করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *