Hide Personal Files/Folder Securely with Command Prompt (Cmd)

সবারই কিছু না কিছু পার্সোনাল বা ব্যাক্তিগত কিছু ফাইল বা ফোল্ডার থাকে। ফাইল বা ফোল্ডার লুকিয়ে রাখার জন্য অনেকেই অনেক পদ্দ্বতি অবলম্বন করে থাকে তবে সকল পদ্দ্বতিই নিরাপদ নয়। তাই আমি আপনাদেরকে সবচেয়ে নিরাপদ ও সহজ একটি পদ্দতি দেখাবো। অনেকেই আবার ফোল্ডার এর উপর রাইট বাটন এ ক্লিক করে প্রপার্টিস থেকে হাইড অপসন এ টিক মার্ক দিয়ে হাইড করে থাকে। এটা অনেকেই বের করে ফেলতে পারে. আবার যদি পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে বুজতে পারবে এখানে কিছু লুকানো আছে। তাই সহজে ফাইল হাইড করে রাখুন। তাহলে শুরু করা যাক:

 

আপনি যে ফাইল বা ফোল্ডার হাইড করবেন সেই ফাইল টি ওপেন করুন তারপর ফাইল ব্রাউজার আছে সেখানে একটি ক্লিক করুন এবং লিখুন cmd এবং এন্টার প্রেস করুন। তারপর এই রকম একটি উইন্ডো আসবে সেখানে লিখুন attrib +h +s +r ghatailit অর্থাৎ ফোল্ডার এর নাম। এখন রিফ্রেস দেওয়া হলে ফাইল টি হাইড হয়ে যাবে।

 

আবার যদি ফাইল বা ফোল্ডার দেখতে চান তাহলে আপনি যে ড্রাইভ বা ফোল্ডার থেকে হাইড করেছেন সেখানে ফাইল ব্রাউজার আছে সেখানে একটি ক্লিক করুন এবং লিখুন cmd এবং এন্টার প্রেস করুন। তারপর এই রকম একটি উইন্ডো আসবে সেখানে লিখুন attrib -h -s -r ghatailit অর্থাৎ ফোল্ডার এর নাম। এখন রিফ্রেস দেওয়া হলে ফাইল টি দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *