How to Collect Unlimited Targeted Email Address by using google

গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে কিভাবে  ইমেল এড্রেস সংগ্রহ করা যায় তা এখানে দেখানো হয়েসে

 

স্টেপ ১ :  Google.com এ ব্রাউস করেন  সেটিংস থেকে সার্চ সেটিং এ ক্লিক করুন।  তারপর Results per page এ ১০ থেকে ১০০ করে দিন এবং সেভ বাটনে ক্লিক করুন।

 

স্টেপ ২ : এখন গুগল সার্চ বারে যান এবং লিখুন আপনার লক্ষ্যযুক্ত টার্গেটকৃত দেশ / অবস্থান এবং কি ধরণের প্রতিষ্ঠান ডাবল কোটেশন এর ভিতরে লিখুন  ডাবল কোটেশন এর পর  @ আপনার লক্ষ্যযুক্ত ইমেইল হোস্ট প্রোভাইডার এর নাম লিখুন।  উদাহরণ স্বরূপ : “Bangladesh Hospital”@gmail.com  এবং এন্টার চাপুন ।

 

স্টেপ ৩ : প্রথম পেইজের সকল ফলাফল কপি করুন এবং https://bit.ly/2KVe7mx সাইটে ব্রাউজ করুন অথবা এই লিংক এ ক্লিক করুন।

স্টেপ ৪ : “Input Window” বক্স এ কপি করা টেক্সট গুলি পেস্ট করে দিবো। তারপর “Output Option”  বক্স এর ভিতরে সেপারেটর থেকে নিউ লাইন সিলেক্ট করে দিবো। তারপর এক্সট্র্যাক্ট বাটন এ ক্লিক করবো।

 

সর্বশেষ স্টেপ : “Output Window” বক্স এর ভিতরে আমাদের কাঙ্ক্ষিত ইমেইল এড্রেস গুলি চলে  আসবে সেখান থেকে কপি করে আমরা ইমেইল মার্কেটিং করতে পারবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *