How to Lock/Hide Folder Without Any Software in Bangla Tutorial

সবারই কিছু না কিছু পার্সোনাল বা ব্যাক্তিগত কিছু ফাইল বা ফোল্ডার থাকে। ফাইল বা ফোল্ডার লুকিয়ে রাখার জন্য অনেকেই অনেক পদ্দ্বতি অবলম্বন করে থাকে তবে সকল পদ্দ্বতিই নিরাপদ নয়। তাই আমি আপনাদেরকে সবচেয়ে নিরাপদ ও সহজ একটি পদ্দতি দেখাবো।

 

আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই ফোল্ডার বা ফাইল পাসওয়ার্ড লক করা যায়। অনেক সফটওয়্যার আসে যেগুলি দিয়ে ফোল্ডার লক করা যায়। এমন অনেক সময় আসে যখন সফটওয়্যার থাকে না বা অনেকেই সফটওয়্যার ব্যবহার করা ভালো মনে করেন না তাদের জন্য আমার এই টিপস।

 

প্রথমে যে ফোল্ডার টি লক করবো সেটি ওপেন করতে হবে। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে একটি টেক্সট ডকুমেন্ট তৈরী করতে হবে। এখন টেক্সট ফাইল টি  ডাবল ক্লিক করে ওপেন করে এই কোড টি পেস্ট করে দিতে হবে। এডিটর এর সেভ এস ফাইল থেকে যেকোনো নামে সেভ করতে পারি তবে অবশ্যই ফাইল এক্সটেনশ .bat  হবে।

 

cls

@ECHO OFF

title Folder এখানে ফোল্ডার এর নাম লিখুন

if EXIST “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” goto UNLOCK

if NOT EXIST Personal goto MDLOCKER

:CONFIRM

echo Are you sure you want to lock the folder(Y/N)

set/p “cho=>”

if %cho%==Y goto LOCK

if %cho%==y goto LOCK

if %cho%==n goto END

if %cho%==N goto END

echo Invalid choice.

goto CONFIRM

:LOCK

ren এখানে ফোল্ডার এর নাম লিখুন “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”

attrib +h +s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”

echo Folder locked

goto End

:UNLOCK

echo Enter password to unlock folder

set/p “pass=>”

if NOT %pass%== এখানে পাসওয়ার্ড লিখুন goto FAIL

attrib -h -s “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}”

ren “Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}” এখানে ফোল্ডার এর নাম লিখুন

echo Folder Unlocked successfully

goto End

:FAIL

echo Invalid password

goto end

:MDLOCKER

md এখানে ফোল্ডার এর নাম লিখুন

echo এখানে ফোল্ডার এর নাম লিখুন created successfully

goto End

:End

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *